• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনার ৭ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ


আদালত প্রতিবেদক আগস্ট ৮, ২০১৭, ১২:১৮ পিএম
খুলনার ৭ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে খুলনার আমজাদ হোসেন হাওলাদারসহ (৭৫) সাতজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত সংস্থা। অন্য ছয়জন হলেন- মোজাহার আলী শেখ (৬৫), মো. সহর আলী সরদার (৬৫), মো. আতিয়ার রহমান শেখ (৭৫), মো. মোতাছিম বিল্লাহ (৬৬), মো. কামাল উদ্দিন গোলদার (৮০) ও মো. নজরুল ইসলাম (৬০)।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমণ্ডি কার্যালয়ে সংস্থার কর্মকর্তা সানাউল হক এ প্রতিবেদন প্রকাশ করেন।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন গুলি করে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও অপহরণের চারটি অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে শুধু মো. নজরুল ইসলাম পলাতক রয়েছেন।

এদিন ট্রাইব্যুনালের মামলাজট কমাতে দুটি ট্রাইব্যুনাল করার দাবি জানান তদন্ত সংস্থার কর্মকর্তারা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!