• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় জন্ম নিলো অদ্ভুত বকনা বাছুর


খুলনা প্রতিনিধি মার্চ ৯, ২০১৭, ১১:২৬ এএম
খুলনায় জন্ম নিলো অদ্ভুত বকনা বাছুর

খুলনা: খুলনা জেলার ডুমুরিয়া থানার ৩ নম্বর রুদাঘরা ইউনিয়নের হাসানপুর গ্রামের জাহান আলী সর্দারের বাড়িতে ফ্রিজিয়ান এক গাভির পেটে অদ্ভুত এক বকনা বাছুর প্রসব করেছে।

বুধবার (০৮ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে গাভিটি এ অদ্ভুত বাছুর প্রসব করে।

প্রত্যক্ষদর্শী গাজী আব্দুর রাজ্জাক জানান, বাছুরটির গায়ের রং সাদা-কালো বর্ণের। কিন্তু দুটি মাথা। আরও বড় বিস্ময় হলো বাছুরটির দুটি মুখ, চারটি চোখ, তিনটি কান, চারটি নাকের ছিদ্র এবং চারটি পা রয়েছে।

সম্ভবতই দেখা যায়, বাছুর জন্মের ঘণ্টাখানিক পরেই মায়ের দুধ পান করে ও দাঁড়াতে চেষ্টা করে। কিন্তু ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এ বাছুরটির দাঁড়ানো বা দুধ পানের সক্ষমতা নেই। গৃহস্থরা বাছুরটিকে তোলা দুধ পান করাচ্ছেন।

স্বাভাবিকভাবে একটা বাছুর জন্মের পর তার যে ওজন থেকে এ বাছুরটির ওজন একেবারে অস্বাভাবিক। ধারণা করা হচ্ছে, এর ওজন ৩০ থেকে ৩৫ কেজি হবে। বাছুরটি দাঁড়াতে অক্ষম হওয়ায় বেঁচে থাকা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন এ অদ্ভুত বকনা বাছুরটি দেখতে। হইচই পড়ে গেছে পাড়া মহল্লাসহ পার্শবর্তী গ্রামেগুলোতেও।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!