• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলনায় যুদ্ধাপরাধ মামলার ৫ আসামি গ্রেপ্তার


খুলনা প্রতিনিধি মার্চ ৩, ২০১৭, ০১:০০ পিএম
খুলনায় যুদ্ধাপরাধ মামলার ৫ আসামি গ্রেপ্তার

খুলনা: খুলনার বটিয়াঘাটা এলাকায় মানবতাবিরোধী অপরাধ মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যার পর জেলার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যদিও প্রথম তাদের নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাওঘরা গ্রামের আশরাফ শেখ (৭০), চরখালি মাছালিয়া গ্রামের আমজাদ হোসেন হাওলাদার (৭৫), সুন্দরমহল গ্রামের আতিয়ার শেখ (৭২), কিসমত লক্ষিখোলা গ্রামের মোতাচ্ছিন বিল্লাহ (৭০) ও বিরেট গ্রামের কামালউদ্দিন গোলদার (৭৫)।

বটিয়াঘাটা থানার ওসি এনামুল হক জানান, বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এরপর যাচাই বাছাইকালে জানা যায় গ্রেফতারকৃতরা ১৯৭১ সালের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী মামলার আসামি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!