• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় হরিণের চামড়া উদ্ধার


খুলনা প্রতিনিধি ফেব্রুয়ারি ৯, ২০১৭, ০৫:২৯ পিএম
খুলনায় হরিণের চামড়া উদ্ধার

খুলনা: খুলনার দাকোপের কালাবগি এলাকা থেকে হরিণের চামড়া উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের পশ্চিম জোনের নলিয়ান স্টেশন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের হরিণসহ বন্যপ্রানীর ক্ষতিস্বাধন রোধে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের নলিয়ানের একটি অপারেশন দল অভিযান চালায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালায়।

অভিযানের বিষয়টি বুঝতে পেরে শিকারী দল পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চামড়াটি নলিয়ান ফরেষ্ট অফিসে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!