• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুলে দেওয়া হচ্ছে বিশ্বের দীর্ঘতম কাচের সেতু


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৯, ২০১৬, ০৭:২৯ পিএম
খুলে দেওয়া হচ্ছে বিশ্বের দীর্ঘতম কাচের সেতু

চীন চলতি সপ্তাহেই দর্শনার্থীদের জন্য খুলে দিচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাচের সেতু। খবর বিবিসির।

এই সেতুটি দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের ঝাংজিয়াজি এলাকায় এভাটার (এভাটার সিনেমা চিত্রায়িত হয়েছিল) নামে পরিচিত দুটি পর্বতের খাড়া খাদে সংযুক্ত। তিন স্তরের স্বচ্ছ কাচে নির্মিত ছয় মিটার চওড়া এবং ৪৩০ মিটার লম্বা এ সেতুটি তৈরিতে ৩৪ কোটি ডলার ব্যয় হয়। এটি ভূ-পৃষ্ঠ থেকে তিন শ মিটার উঁচুতে অবস্থিত।

বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী এ সেতুটির স্থপতি ইসরায়েলের হাইম দোতান। খুলে দেওয়ার পর প্রতিদিন আট হাজার দর্শনার্থী সেতুটিতে ওঠার সুযোগ পাবেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!