• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুশি পাকিস্তান, খুশি ক্রিকেটপ্রেমীরা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০১৭, ০৮:৪২ পিএম
খুশি পাকিস্তান, খুশি ক্রিকেটপ্রেমীরা

ঢাকা: বহুদিন হলো পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয় না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দীর্ঘদিন হলোই চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর। মাঝে সে চেষ্টায় কিছুটা সফলও হয়েছিল তারা। জিম্বাবুয়ে এবং আফগানিস্তান সফর করে গেছে। এ বছরের মার্চে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালও হয়েছে।

তবে সবচেয়ে বড় সিরিজটি শুরু হলো মঙ্গলবার থেকে। যেখানে বিশ্ব একাদশের মুখোমুখি হয়েছে সরফরাজ আহমেদের পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি দেখতে পাক ক্রিকেটপ্রেমীদের ঢল নেমেছে। রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে বিশ্ব একাদশের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি বোলিং বেছে নিয়েছেন। এ প্রতিবেদন লেখার সময় পাকিস্তান ৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে। ব্যাট করছেন শেহজাদ ১২ এবং বাবর আজম ২১ রান নিয়ে।

পাকিস্তানের ইনিংস শুরু করতে নেমেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির নায়ক ফখর জামান ও আহমেদ শেহজাদ। এ জুটি ভাঙেন মরনে মরকেল ফখরকে (৮) আউট করে। বিশ্ব একাদশের হয়ে খেলছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। তাকে হয়তো দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার সঙ্গে ইনিংস শুরু করতে দেখা যাবে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!