• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গউছকে হজে যাওয়ার অনুমতি দিতে হাইকোর্টের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০১৭, ১১:০১ এএম
গউছকে হজে যাওয়ার অনুমতি দিতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা : হবিগঞ্জ পৌরমেয়র জিকে গউছকে হজে যাওয়ার অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  আগামী তিন দিনের মধ্যে অনুমতি দিতে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে হজে যাওয়ার পথে ও বিমান বন্দরে বাধা না দিতে স্বরাষ্ট্র সচিব ও ইমিগ্রেশন বিভাগকে নির্দেশও দিয়েছেন আদালত।  

বুধবার (৫ এপ্রিল) এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন মাসুদ রানা।

পরে মাসুদ রানা সাংবাদিকদের বলেন, মেয়রদের বিদেশে যেতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। তাই গত মাসে হজ করতে যাওয়ার অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করে। কিন্তু কোনো জবাব না পেয়ে ২৯ মার্চ আইনি নোটিশ দেন তিনি। কিন্তু তারও কোনো জবাব না পাওয়া হাইকোর্টে রিট করেন গউছ।

এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট বুধবার তিন দিনের মধ্যে গউছকে হজে যেতে অনুমতি দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!