• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণতন্ত্র ফেরাতে ঐক্যবদ্ধ হতে হবে


নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০১৮, ১২:০৩ এএম
গণতন্ত্র ফেরাতে ঐক্যবদ্ধ হতে হবে

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৯ মে) রমজানের দ্বিতীয় দিন বিএনপির উদ্যোগে রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ইফতার মাহফিলে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আসুন দেশের প্রয়োজনে সবাই একযোগে কাজ করি। আবার ঐক্যবদ্ধ হই। দেশের মানুষের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করি। যে লড়াই চলছে এটি বিএনপির একার নয়, এটা দেশের মানুষের কথা বলার, স্বাধীনতার, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন।  

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে তা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা শঙ্কার মধ্যে আছেন। বিএনপির কর্মীদের ভয়ে বুক কাঁপে। কারণ যদি আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তাদের কী হবে এই চিন্তায়। এই শঙ্কা তো স্বাভাবিক। কারণ অভিজ্ঞতা বলে অবস্থা ভালো হবে না। আবার কিছু কিছু সরকারি দলের কর্মীর কাছে যান তাদেরও বুক কাঁপে। কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তাদের কী হবে? এটা কি খুব ভালো কথা? এটা কি রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যতের জন্য শুভ?

বিএনপির এই প্রতিষ্ঠাতা মহাসচিব বলেন, ‘এটা কি একটা ইঙ্গিত নয় যে ভবিষ্যতে এমন একটি পরিস্থিতি হতে পারে যেখানে মানুষ মানুষকে হত্যা করবে, নিগৃহীত করবে, জেলে ভরবে, আগুন জ্বালিয়ে দেবে। এটা কি ভালো কথা? সরি...কিন্তু এটা থামাবে কে?’ এমন অবস্থায় একটা শক্তি দরকার তারা সবদিক নিয়ন্ত্রণ করতে পারবে।

ইফতার মাহফিলে বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।  

অন্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ইফতারে অংশ নেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের সেলিম উদ্দিন, কর্মপরিষদ সদস্য এটিএম আবদুল হালিমসহ ৮ সদস্যের প্রতিনিধিদল। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইব্রাহীম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান অধ্যাপিকা রেহানা প্রধান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির এবং ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসেন কাসেমী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারের ইফতার মাহফিলের আয়োজন করেন। তার নির্দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!