• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ: সিরিসেনা


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৫, ২০১৭, ০৬:০৪ পিএম
গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ: সিরিসেনা

ঢাকা: গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকা উচিত। এই বিরোধী দলই সরকারকে সঠিক পথে রাখতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। 

বার্তা সংস্থা ইউএনবি জানায়, সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শুক্রবার(১৪ জুলাই) সিরিসেনার সঙ্গে স্থানীয় একটি হোটেলে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন তিনি। সিরিসেনা বলেন, ‘...গণতান্ত্রিক একটি দেশে বিরোধী দল খুব গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের কয়েকটি উচ্চপদে যেমন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও বিরোধী দলের প্রধানের পদে নারী নেতৃত্বের প্রশংসা করেন সিরিসেনা। এই বৈঠকে তিনি জানান, তাঁদের দেশেও পার্লামেন্টে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার সকালে ঢাকায় আসেন।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!