• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গণমনস্তাত্ত্বিক রোগে মেহেরপুরে ৬০ ছাত্রী হাসপাতালে


মেহেরপুর প্রতিনিধি এপ্রিল ৩, ২০১৮, ০৫:১৭ পিএম
গণমনস্তাত্ত্বিক রোগে মেহেরপুরে ৬০ ছাত্রী হাসপাতালে

মেহেরপুর : জেলায় আবারও ৬০ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে মুজিবনগর উপজেলার বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ ছাত্রী আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গণমনস্তাত্ত্বিক রোগে (মাসসাইকোসিস) আক্রান্ত হয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম। এর আগে ২৭ মার্চ ও ২৮ মার্চ সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ ছাত্রী একই অবস্থায় হাসপাতালে ভর্তি হয়।

বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, জাতীয় কৃমিনাশক কর্মসূচির আওতায় মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পরে নবম শ্রেণির ছাত্রী হাসি খাতুন অসুস্থতাবোধ করে। তাকে হাসপাতালে নেওয়া হয়। পর্যায়ক্রমে বিদ্যালয়ের সকল মেয়ে অসুস্থ হলে তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ভর্তি করা হয়।

ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রিক্তা খাতুন বলেন, অনেকেই অসুস্থ হয়েছে। আমার কোনো সমস্যা হয়নি। আমি রোগী নিয়ে হাসপাতালে এসেছি। হাসির মাথার মধ্যে কেমন করছিল। আমরা তার সঙ্গে কথা বলতে বলতে সে বেহুশ হয়ে পড়ছিল।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, একজনের দেখাদেখি আতংক থেকে আরেকজন অসুস্থতা বোধ করেছে। এটা তেমন কোনো রোগ নয়। প্রাথমিক চিকিৎসায় সকল ছাত্রী সুস্থ হয়ে উঠছে।

প্রসঙ্গত, গেল বছর একই সময়ে গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসায় সবাই সুস্থ হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!