• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণিতের ফাঁস হওয়া প্রশ্নসহ গ্রেপ্তার ২


নরসিংদী প্রতিনিধি ফেব্রুয়ারি ১০, ২০১৮, ১২:৫৮ পিএম
গণিতের ফাঁস হওয়া প্রশ্নসহ গ্রেপ্তার ২

নরসিংদী: গণিত পরীক্ষা শুরুর পৌনে এক ঘণ্টা আগেই ফাঁস হওয়া গণিত প্রশ্নের সমাধানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) নরসিংদীর বেলাব উপজেলার রাজারবাগ বহুমূখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

স্মার্টফোনে ফাঁস হওয়া প্রশ্ন ও সমাধান নিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনারত ছিলেন গ্রেপ্তার আনোয়ার ও বেল্লাল। তাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে থাকা লোকজনের আক্রমণের শিকার হয়ে আহত হন দুই পুলিশ কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

আহত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদ হোসেন জানান, পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের সামনে ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে আলোচনাকালে হাতেনাতে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় তারা চড়াও হয় পুলিশের ওপর।

বেলাব থানার ওসি মোহাম্মাদ বদরুল আলম খান জানান, পুলিশের একজন এসআই  মিজান সামান্য আহত  হয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা বলেন, আমরা ঘটনাটি শুনেছি। আমাদের তদন্ত টিম ঘটনাস্থলে পৌঁছেছে।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!