• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘গণেশ’ বিসর্জন দিতে গিয়ে ১৮ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০১৮, ১১:৫০ এএম
‘গণেশ’ বিসর্জন দিতে গিয়ে ১৮ জনের মৃত্যু

ঢাকা: ভারতে গণেশ পূজা উৎসব শেষে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ১৮ জন পানিতে ডুবে মারা গেছে। দেশটির মহারাষ্ট্র রাজ্যে এ ঘটনা ঘটেছে। রোববার ছিল এ বিসর্জন উৎসবের চূড়ান্ত দিন। এই উৎসবের বিসর্জন শুরুর পর ওই প্রাণহানির ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বিকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় মুম্বাইয়ের ভান্ডপে এক জন, পুনেতে চার জন, রতনগিরিতে তিন জন, জালনায় তিন জন, ভানদারায় দুই জন, সাতারায় দুই জন এবং নানদেদ, বুলধানা ও আহমেদনগরে এক জন করে ডুবে মারা যায়।

গত ১৩ সেপ্টেম্বর এ উৎসব শুরু হয়। গণেশ ভক্তরা নেচেগেয়ে তাদের দেবতার মূর্তি আরব সাগর, সাগরের খাঁড়ি, বিভিন্ন নদী, হ্রদ, পুকুর, কুঁয়া, কৃত্রিম ট্যাংক ও অন্যান্য জলাশয়ে বিসর্জন দেয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!