• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গতবারের চেয়ে কমেছে ২১ হাজার এইচএসসি পরীক্ষার্থী


যশোর প্রতিনিধি মার্চ ৩১, ২০১৭, ০৯:৪৯ এএম
গতবারের চেয়ে কমেছে ২১ হাজার এইচএসসি পরীক্ষার্থী

যশোর : আগামী ২ এপ্রিল থেকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪ হাজার ১শ’২৯ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। গত বছরের তুলনায় এবার অন্তত ২১ হাজার পরীক্ষার্থী কমেছে।

গতবছর এ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ২৫ হাজার ৫শ’ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
শিক্ষা বোর্ড সূত্র মতে, যশোর শিক্ষাবোর্ডের আওতায় খুলনার বিভাগের ১০ জেলার ৫৬৯টি কলেজ থেকে ১ লাখ ৪ হাজার ১২৯ এইচএসসি পরীক্ষা দেবে। ২১৩ টি কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে শিক্ষার্থী রয়েছে ৬৩ হাজার ৬৫১ জন ও ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে ২২ হাজার ৫৪০ শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগে মোট শিক্ষার্থী রয়েছে ১৭ হাজার ৯৩৮ জন। ১০ জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী খুলনা জেলায়। খুলনা জেলায় পরীক্ষার্থী রয়েছে ১৯ হাজার ৩২৪ জন।

এছাড়া যশোরে ১৮ হাজার ৭৮১ জন, ঝিনাইদহে ১৪ হাজার ৩৪৪, কুষ্টিয়ায় রয়েছে ১১ হাজার ৬৩০ পরীক্ষার্থী। সাতক্ষীরা জেলায় রয়েছে ১১ হাজার ৩০৭, বাগেরহাটে রয়েছে ৭ হাজার ৩২০, চুয়াডাঙ্গায় ৬ হাজার ৪৬০, মাগুরায় ৫ হাজার ৯৫৪, নড়াইলে ৫ হাজার ১০৩ ও মেহেরপুরে রয়েছে ৩ হাজার ৯০৬ জন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!