• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গভর্নর নিয়োগে সার্চ কমিটি নেই, রহস্য কী?


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০১৬, ০৭:৫৬ পিএম
গভর্নর নিয়োগে সার্চ কমিটি নেই, রহস্য কী?

সোনালীনিউজ ডেস্ক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘যিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান (গভর্নর) তার নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি নেই, কিন্তু যারা ডেপুটি তাদের নিয়োগে সার্চ কমিটি গঠন। এর রহস্য কী? এর পেছনে কী কারণ আছে? নতুন গভর্নর নিয়োগে এ রহস্যের বিষয়ে জাতি জানতে চায়।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাঘর ঢাকা মহানগর আয়োজিত দেশজুড়ে অব্যাহত শিশু হত্যা বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি সরকারের উদ্দেশে এসব প্রশ্ন ছুঁড়ে দেন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন,  ‘দু’একজন ব্যক্তিকে বলির পাঠা বানিয়ে দায়িত্ব শেষ করেছেন বলে মনে করবেন না। একজন ব্যক্তিকে আঘাত করার জন্য যদি এত বড় একটি চুরির ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয় তাহলে জাতি সেটা কখনো গ্রহণ করবে না।’

গভর্নরের পদ থেকে সদ্য পদত্যাগ করা ড. আতিউর রহমানকে সৎ ও বিনয়ী আখ্যা দিয়ে ড. মিজান বলেন, ‘প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তিকেই তার দায়-দায়িত্ব দিতে হবে। কাউকে বলির পাঠা বানিয়ে সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো অবকাশ নেই।’

মানববন্ধনে কেন্দ্রীয় খেলাঘর আসরের ঢাকা মহানগর সভাপতি সোমেন পোর্দারের সভাপতিত্বে বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপারসন ড. মাহফুজা খানম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাগর, প্রেসিডিয়াম সদস্য ডা. আবু সাঈদ, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক তৌহিদ রিপন প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!