• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গম্ভীরকে দুশ্চিন্তায় ফেলে ছিটকে গেলেন রাবাদা


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৫, ২০১৮, ১০:০৭ পিএম
গম্ভীরকে দুশ্চিন্তায় ফেলে ছিটকে গেলেন রাবাদা

ফাইল ছবি

ঢাকা: কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) দু’বার শিরোপা উপহার দিয়েছেন। গৌতম গম্ভীর যখন দিল্লির ফিরোজ শাহ কোটলায় ব্যাট হাতে নামতেন তখন তাকে দর্শকরা দুয়ো দিতেন। কারণ একটাই ঘরের ছেলে ঘরে নেই। গম্ভীরও এ নিয়ে বারবারই বলেছেন, তিনি দিল্লির হয়েও শিরোপা জিততে চান। এবার নিলামে গম্ভীরকে নিয়ে কেকেআর আগ্রহ না দেখালে তাকে কিনে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। এবার দলটি শিরোপা জিততে মরিয়া। এ জন্য দিল্লির কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন কোচ রিকি পন্টিংকে।

সে লক্ষ্যে দিল্লির নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে গম্ভীরের কাঁধে। কিন্ত আইপিএল শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল দলটি। গম্ভীরকে চিন্তায় ফেলে ছিটকে গেলেন কাগিসো রাবাদা। আইপিএল শুরুর মাঝে রয়েছে মাত্র একদিন। সেই অবস্থায় রাবাদার পরিবর্ত পাওয়া রীতিমতো কঠিন। বিশেষ করে এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন তিনি তা দেখেই চার কোটি ২০ লাখে তাঁকে কিনে নিয়েছিল ডেয়ারডেভিলসরা। মোহাম্মদ শামি কাণ্ড মিটিয়ে দলে ফিরলেও নতুন সমস্যার মুখে পন্টিংয়ের দল।

আইসিসির সেরা টেস্ট বোলারকে আপাতত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। রাবাদার পিঠের নিচে চোট রয়েছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দক্ষিণ আফ্রিকা দলের চিকিৎসক জানিয়ে দেন, ‘কাগিসোর লোয়ার ব্যাক স্ট্রেস রিঅ্যাকশন রয়েছে। যার জন্য ও তিন মাস অন্তত মাঠে নামতে পারবে না।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে জোহানেসবার্গেই পিঠের ব্যাথায় ভুগছিলেন রাবাদা। তিনি বলেন, ‘আমাকে নিজের খেলা নিয়ে পরিকল্পনা করতে হবে। কারণ আমি আরও ১০-১৫ বছর খেলতে চাই। তাই কিছুটা সময় বিশ্রামও প্রয়োজন।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!