• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গরিবদের ইফতার করালেন মুস্তাফিজ


ক্রীড়া প্রতিবেদক জুন ৮, ২০১৬, ০৩:১৩ পিএম
গরিবদের ইফতার করালেন মুস্তাফিজ

ক্রিকেটার হিসেবে সুনাম কুড়িয়েছেন আগেই। এবার ব্যক্তি হিসেবেও মহত্বের পরিচয় দিলেন তিনি। পবিত্র মাহে রমজানে প্রায় আড়াই হাজার মানুষকে ইফতার করালেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (৭ জুন) নিজ গ্রাম সাতক্ষীরার তেঁতুলিয়ায় গরিব-দুঃখীদের নিয়ে এই ইফতারের আয়োজন করেছেন ‘কাটার মাস্টার।’

এ প্রসঙ্গে মুস্তাফিজের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, আশপাশের কয়েকটি গ্রামের প্রায় আড়াই হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করেছিলেন মুস্তাফিজ। যেখানে এলাকার গরিব-দুঃখীরাই বেশি ছিলেন। ইফতারের খরচ প্রসঙ্গে মুস্তাফিজের ব্যক্তিগত গাড়ির ড্রাইভার অবসরপ্রাপ্ত সেনা সদস্য রেজাউল ইসলাম বলেন, ইফতারে প্রায় আড়াই লাখ টাকা খরচ করেছেন মুস্তাফিজ।

এদিকে ইংলিশ কাউন্টিতে মুস্তাফিজ খেলবেন কিনা এ নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র মিললেই কাউন্টি খেলতে পারবেন তিনি। 

দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও আলো ছড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে বেশ দাপটের সঙ্গেই মাঠ মাতিয়েছেন ‘ফিজ।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!