• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘গরু চোরাচালান রোধ করা গেলেই সীমান্ত হত্যা বন্ধ হবে’


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০১৬, ০১:৩৭ পিএম
‘গরু চোরাচালান রোধ করা গেলেই সীমান্ত হত্যা বন্ধ হবে’

গরু চোরাচালান রোধ করা গেলেই সীমান্ত হত্যা বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, গরু চোরাচালান রোধ করা গেলেই সীমান্ত হত্যা বন্ধের পাশাপাশি অন্যান্য অপরাধও প্রতিরোধ করা সম্ভব।

শুক্রবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আজিজ আহমেদ বলেন, সীমান্ত হত্যার ৯৫ শতাংশই হয় গরু চোরাচালানের কারণে। গরুর সঙ্গে স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালানের বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত।

ভারতের নয়া দিল্লিতে বিজিবি ও বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) এর মধ্যে সদ্যসমাপ্ত ৪৩তম সীমান্ত সম্মেলন শেষে দেশে ফেরার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধিদল এই সীমান্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!