• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গরু মোটা তাজাকরণে ইনজেকশন-পাউডার!


এ.এইচ.লিটন পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জুন ২২, ২০১৬, ০৩:৫১ পিএম
গরু মোটা তাজাকরণে ইনজেকশন-পাউডার!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঈদকে সামনে রেখে ইনজেকশন ও পাউডার জাতীয় ভিটামিন প্রয়োগ করে গরুকে মোটা তাজাকরণ করা হচ্ছে। বেশি লাভের আশায় এক শ্রেণীর অসাধু গরু ব্যবসায়ী এসব করে যাচ্ছেন দেদার। আসন্ন ঈদকে ঘিরে গরু কিনে মোটা তাজাকরণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

শুধু কারবারি নয়, গরু মোটা তাজা করতে অবৈধ ও অস্বাস্থ্যকর এ কাজে এখন গরুর পালনকারীরাও জুটেছেন। তারাই এখন অধিক মুনাফার লোভে গরুর শরীরে ক্ষতিকর ‘ভিটামিন’ প্রয়োগে ঝুঁকছেন।

গরু মোটা তাজাকরণ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ইউএলও) মো. আবুল কালাম আজাদ এর নিকট জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

পৌর শহরের গবাদি পশুর ওষুধ দোকানগুলোতে অবৈধ মোটা তাজাকরণ ইনজেকশন, ঔষধ, বিভিন্ন ভিটামিন জাতীয় পাউডার বিক্রি হচ্ছে চড়া দামে। এর মধ্যে এমোভিট- জি, ডিজিটাপ, এসল, মেটাফস, ট্রেসল, মেগাভিট-ডি মজুদ রয়েছে। এছাড়াও ষ্ট্রেরয়েড জাতীয় হরমোন, পামবড়ি বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নেতৃত্বে ৫ সদস্যের তদারকি টিম বাড়ি বাড়ি গিয়ে এসব তদারকি করার কথা থাকলেও এ উপজেলায় তা নেই।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!