• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গলায় মাছের কাটা লেগে গেলে যা করবেন


স্বাস্থ্য ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০১৬, ০৭:২২ পিএম
গলায় মাছের কাটা লেগে গেলে যা করবেন

মাছ খায় না এমন মানুষ পৃথীবিতে হয়তো কমই পাওয়া যাবে। মাছ প্রিয় মানুষ আমাদের পরিবারে বলতে গেছে সাবাই। তবে প্রিয় খাবারের তালিকায় থাকা মাছ খেতে গিয়ে অনেকেই পরেন বিপদে। বর্তমানে সারাদেশে সস্তা দামে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমানে ইলিশ। আর এই ইলিশ খেতে গেলে সব থেকে বেশি সমস্যা হলো তার মধ্যে থাকা প্রচুর পরিমানে কাটা। খেতে গিয়ে কাটা লেগে বিপদেও পরতে হয় অনেককে। এই বিপদে যাতে কেউ না পরেন তার জন্য সোনালীনিউজের একটি বিশেষ স্বাস্থ্য টিপস পাঠকদের কাছে তুলে ধারা হলো।

গলায় মাছের কাটা লেগে গেলে যা করবেন তা হলো, অর্ধেক লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন। আস্তে আস্তে কাটা নরম হয়ে নেমে যাবে।

কারো কারো মুখে/জিভে সাদা ঘা হলে যা করবেন তা হলো, পানির সাথে কর্পূর গুলে মুখ দিনে ২ বার ধুয়ে নিন। দেখবেন ঘা চলে গেছে।

এসিডিটির সমস্যা শুরু হলে যা করবেন তাহলো, কয়েক চামচ দই খেয়ে নিন। দই খুব ভাল এন্টাসিড হিসাবে কাজ করে।

২ টুকরা দারুচিনি ১টি এলাচি, ২টি তেজপাতা, ২টি লবঙ্গ ও সামান্য চিনি পানিতে ফুটিয়ে ছেকে নিন। হালকা গরম অবস্থায় এই পানি খেলে কাশি ভাল হবে।

মাথা ব্যথা হলে, কালজিরা একটা পুটলির মধ্যে বেধে শুকতে থাকুন। দেখবেন মাথা ব্যথা চলে গেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!