• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গলে কী অপেক্ষা করছে? শুনুন সাকিবের মুখে


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১০, ২০১৭, ০৯:০০ পিএম
গলে কী অপেক্ষা করছে? শুনুন সাকিবের মুখে

ঢাকা: গল টেস্টের সম্ভাব্য ফল কী হতে পারে? এখানে তিনটি ফলই হতে পারে। এই টেস্ট ড্র করতে পারে বাংলাদেশ। আবার বেপরোয়াভাবে ব্যাটসম্যানরা খেললে হারতে পারে। উইকেটে সেট হয়ে দেখেশুনে ওয়ানডে স্টাইলে খেললে বাংলাদেশের জয়ের সম্ভাবনাও রয়েছে। যদিও এটা যথেষ্ট কঠিন। সেক্ষেত্রে  বাংলাদেশকে বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে। চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জিততে পারেনি বিশ্বের কোন দল।

চতুর্থ দিনের শেষ বেলাটা বৃষ্টিতে ভেসে গিয়েছে। বাংলাদেশ ৬৭ রান তুলেছে বিনা উইকেটে। তামিম ইকবাল ১৩ এবং সৌম্য সরকার ৫৩ রান নিয়ে ব্যাট করছেন। পঞ্চম দিন সকালে এই দুজন কিভাবে শুরু করেন তারওপর নির্ভর করবে গল টেস্টের ফল। জিততে হলে ৩৯০ রান তুলতে হবে। হাতে আছে ১০ উইকেট। বাকি আছে ৯৮ ওভার।

চতুর্থ দিন শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন সাকিব আল হাসান। তিনি মনে করেন, এই টেস্টের সম্ভাব্য ফল ড্র। এ জন্য যা করতে হবে সেই ফর্মুলা বাতলে দিলেন সাকিব,‘ সবচেয়ে সম্ভাব্য ফল ড্র। এখনও আমাদের হাতে আছে ১০ উইকেট। আমার মনে হয়, আমাদের এখন দুই-তিনটা ভালো জুটি দরকার। সেক্ষেত্রে ভালোভাবে ড্র করা সম্ভব। প্রথম সেশন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে শুরু করি, তারওপর আসলে পুরো দিনটা নির্ভর করবে।’

সাকিব জানিয়ে গেলেন, পঞ্চম দিনে তারা সাবধানি শুরু করতে চান। মনোযোগ দিবেন উইকেটে টিকে থাকার ব্যাপারে,‘ সবার দায়িত্ব হবে দলের প্রয়োজনে আসল সময়ে সঠিক কাজটা করা। যখন যে ব্যাটসম্যান উইকেটে যাবে চেষ্টা করবে বেশিক্ষণ ব্যাটিং করার। একই সঙ্গে রানও করতে হবে। রান বেশি করলে আত্মবিশ্বাস বাড়ে। শুধু টিকে থাকলেই হবে না, আবার শুধু মারলেও হবে না। সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে। সবকিছুতে একটা ভারসাম্য রাখতে হবে।’

তামিম-সৌম্যর ব্যাটিংয়ের উদাহরণ টেনে সাকিব বলেন,‘ আজ তামিম-সৌম্য যখন ব্যাটিং করেছে, একটিও বাজে শট খেলেনি। একই সঙ্গে তারা স্ট্রাইকরেটও ভালো রেখেছে। তামিম ভালো ব্যাটিং করেছে। ও হয়ত খারাপ বল পায়নি, তাই খুব বেশি মারতে পারেনি। দুজনই যদি কাল এর পুনরাবৃত্তি করতে পারে কিংবা পরের ব্যাটসম্যানরা ভালো করতে পারে, তাহলে ম্যাচ বাঁচানো সম্ভব।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!