• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গলে বাংলাদেশের দুঃস্বপ্নের সকাল


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১১, ২০১৭, ১২:০৭ পিএম
গলে বাংলাদেশের দুঃস্বপ্নের সকাল

ঢাকা: গলেতে পঞ্চম দিনে বাংলাদেশের সকালটা শুরু হয়েছে দুঃস্বপ্ন হয়ে। সৌম্য, মুমিনুল, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ আউট ফিরে বাংলাদেশের ড্র করার স্বপ্নকে বিধ্বস্ত করেছেন। অথচ চতুর্থ দিনে দারুন ওপেনিং জুটি গড়েছিলেন তামিম-সৌম্য।

বিনা উইকেটে ৬৭ রান নিয়ে খেলতে নেমে বাংলাদেশ দেখল বিভীষিকাময় এক সকাল।  স্কোরবোর্ডে কোন রান যোগ করার আগেই ফিরে গেছেন আগের দিন ৫৩ রানে অপরাজিত থাকা সৌম্য। গুনারত্নের বলটি মিডল স্ট্যাম্পে পড়ে সৌম্যর অফস্ট্যাম্পে গিয়ে বেল ফেলে দেয়। ৪৯ বলে খেলা তার ৫৩ রানের ইনিংসটি এখানেই শেষ হয়ে যায়। ছয়টি চারের সঙ্গে ছয় মেরেছেন একটি।

সৌম্য ফিরে যাওয়ার পর মুমিনুলকে নিয়ে ১৩ রান যোগ করেছিলেন তামিম। কিন্তু বড় হয়নি জুটিটি। দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন মুমিনুল ১৫ বলে ৫ রান করে। রিভিউ নেওয়ার পরও বাঁচতে পারেননি।

এর কিছুক্ষণ পর ধৈর্য্য নিয়ে উইকেটে পড়ে থাকা তামিমও বিদায় নিয়েছেন পেরেরা বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে।  তামিম আউট হয়েছেন ১৯ রান করে।  

মুশফিক-সাকিব বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেও পারেননি। রঙ্গনা হেরাথের বলে সাকিবের (৮) ব্যাট ছুঁয়ে গেলে লেগ স্লিপে দারুন এক ক্যাচ নিয়ে তাকে ফিরিয়েছেন দিমুথ করুনারত্নে। ১০৪ রানে ৪  উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের অস্বস্তি বাড়িয়ে হেরাথের বলেই এলবিডব্লিউ হয়ে ফিরেছেন মাহমুদুল্লাহ শুণ্য রানে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছে বাংলাদেশ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!