• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গলে ‘বিরাট’ জয়ের দিকে হাঁটছে ভারত!


ক্রীড়া ডেস্ক জুলাই ২৮, ২০১৭, ০৮:৫০ পিএম
গলে ‘বিরাট’ জয়ের দিকে হাঁটছে ভারত!

ঢাকা: গল টেস্টের তৃতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে ভারত। দিন শেষে ৪৯৮ রানে এগিয়ে বিরাট কোহলির দল৷ দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৮৯৷ জাদেজা-শামির দুরন্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২৯১ রানে গুটিয়ে দেওয়ার পর কোহলি-মুকুন্দের শতরানের জুটির ওপর ভর করে ৪৯৮ রানে এগিয়ে গিয়েছে ভারত৷মুকুন্দ ৮২ রানে গুনারত্নের বলে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরলেও অপরাজিত ৭৬ রানে ক্রিজে রয়েছেন কোহলি৷

বৃহস্পতিবার ৫ উইকেটে ১৫৪ রানের পুঁজি নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা৷৯২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে খাদের কিনারা থেকে তোলেন দিলরুয়ান পেরেরা৷১০ টি চার ও চারটি ছয়ের সাহায্যে ইনিংস সাজান ডান হাতি ব্যাটসম্যান৷ষষ্ঠ উইকেটে ম্যাথিউজকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন পেরেরা৷এরপর টেল এন্ডারদের সঙ্গী করে দলকে ২৯১ রানে নিয়ে যান৷

অভিষেক টেস্টে ব্যাট হাতে ওয়ানডে মেজাজে ৫০ রানের পাশাপাশি বল হাতে প্রথম ইনিংসে একটি উইকেট পেয়ছেন হার্দিক৷ ২২.৩ ওভার হাত ঘুরিয়ে ৬৭ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন জাদেজা৷ দীর্ঘদিন পর সাদা পোশাকে ফিরে ২ উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি৷ উমেশ ও অশ্বিন একটি করে উইকেট পেয়েছেন৷

১১ ম্যাচ পর ভারতের জার্সিতে টেস্ট দলে সুযোগ পেয়ে গল টেস্টের প্রথম ইনিংসেই ১৯০ রানের মারকাটারি ইনিংস খেলেছিলেন শিখর ধাওয়ান৷ দ্বিতীয় ইনিংসে অবশ্য ১৪ রানেই ড্রেসিংরুমে ফিরেছেন৷ধাওয়ান ফিরলেও অপর ওপেনার অভিনব মুকুন্দ আটটি চারের সাহায্যে ৮১ রানে ঝকঝকে ইনিংস উপহার দিয়েছেন৷প্রথম ইনিংসে ব্যর্থ হলেও কোহলি এদিন রান পেলেন৷ দীর্ঘ সাত ইনিংস পর ছন্দে ফিরলেন ভারত অধিনায়ক৷ ৭৬ রান করেছেন ১১৪ বলে পাঁচ চারের সাহায্যে। ১টি করে উইকেট পেয়েছেন পেরেরা, কুমারা এবং গুনাথিলাকা।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেএ

Wordbridge School
Link copied!