• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবন্ধার এসপিকে প্রত্যাহারের নির্দেশ


আদালত প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০১৭, ০৭:০০ পিএম
গাইবন্ধার এসপিকে প্রত্যাহারের নির্দেশ

ঢাকা: গাইবান্ধায় সাঁওতালদের বাড়িঘরে আগুন লাগানোর ঘটনা তদন্তে সহযোগিতা না করায় গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অবিলম্বে এ আদেশ কার্যকর করতে পুলিশের আইজিকে নির্দেশ দেয়া হয়েছে।

একইসঙ্গে আগুন লাগানোর দিন চামগাড়ী বিল এলাকায় দায়িত্বরত সকল পুলিশ সদস্যকেও প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর করতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ডিআইজি রংপুর রেঞ্জকে নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এছাড়া আগুন লাগানোর ভিডিও চিত্র ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষায় পুলিশ সদর দপ্তর কি পদক্ষেপ নিয়েছে তা চার সপ্তাহের মধ্যে জবাব দাখিল করতে পুলিশের আইজি ও রংপুর রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দেয়া হয়েছে।

আদালত বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা থাকতে হবে। যেহেতু বিষয়টি আদালতে এসেছে, তাই আদালতের দায়িত্ব হলো দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। তাছাড়া কতিপয় পুলিশ সদস্যের কারণে পুরো পুলিশ প্রশাসন কলঙ্কিত হতে পারে না।  সেজন্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি।

গেল বছরের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকল কর্মী, সাঁওতাল ও পুলিশের সংঘর্ষের সময় চারজন নিহত ও বহু লোক আহত হন। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে সাওতালদের বাড়িঘরে আগুন দেয়ার অভিযোগ ওঠে। এ প্রেক্ষাপটে বিষয়টি আদালতের নজরে আনেন রিট আবেদনকারীপক্ষ।

এরপর আদালত ওই বছরের ১২ ডিসেম্বর এক আদেশে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। ঘটনার সঙ্গে আইন শৃংখলাবাহিনীর সদস্যরা জড়িত কীনা তা তদন্ত করতে বলা হয়। এ নির্দেশে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) মো. শহিদুল্লাহ তদন্ত করেন। তদন্তকালে কারা জড়িত তাদের সনাক্ত করতে তথ্য চেয়ে এসপিকে চিঠি দেন সিজিএম।

এর জবাবে এসপি বলেন, আগুন লাগানোর বিষয়ে ভিডিও চিত্রের ফরেনসিক ল্যাবরেটরি পরীক্ষা প্রয়োজন। এ অবস্থায় তদন্ত শেষ করে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিল করেন সিজিএম। গত ৩১ জানুয়ারি এ প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়।

এ অবস্থায় আদালত পরবর্তী আদেশের জন্য মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন। মঙ্গলবার নির্ধারিত দিনে শুনানি হয়। রিট আবেদনকারীপক্ষে অ্যাডভোকেট এএম আমিনউদ্দিন ও রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু শুনানি করেন।

শুনানিতে আদালত অসন্তোষ প্রকাশ করেন এবং আদেশ দেন। এছাড়া পরবর্তী আদেশের জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!