• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন বুধবার


গাইবান্ধা প্রতিনিধি মার্চ ২১, ২০১৭, ০২:৩১ পিএম
গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন বুধবার

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচন বুধবার (২২ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫ জানুয়ারির নির্বাচনী সহিংসতার দৃশ্য এখনো কেউ ভোলেননি। ভোটারদের সেই শঙ্কা কাটাতে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে প্রশাসন। নির্বাচনকে সামনে রেখে পুরো উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। এখন অপেক্ষা কেবল ভোটারের।

জেলা পুলিশ জানায়, ভোটের দিন উপজেলার ১০৯টি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় ৪ হাজার পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার-ভিডিপি। এর মধ্যে ৭ প্লাটুন বিজিবি, ৮ জন কর্মকর্তার নেতৃত্বে র‌্যাবের ১৯টি টিম নিরাপত্তার দায়িত্বে থাকবে। প্রতিটি কেন্দ্রে ১ জন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে ২৯ জন পুলিশ আনসার-ভিডিপির সদস্য মোতায়েন থাকবে। কেন্দ্রের বাইরে থাকছে বিপুলসংখ্যক র‌্যাব-বিজিবি।

এছাড়া উপ-নির্বাচনের আগে ও পরে সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় র‌্যাব ও পুলিশ টহল থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলবে ভ্রাম্যমাণ আদালত। দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। থাকবে নৌ-পুলিশ। নিরাপত্তামূলক প্রস্তুতি শেষ। এখন কেবল ভোটারদের উপস্থিতির অপেক্ষা।  

সুন্দরগঞ্জে তারাপুর গ্রামের ব্যবসায়ী মোশারফ হোসেন বলেন, স্বাধীনতার পর কখনোই এ উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত প্রস্তুতি আমরা দেখিনি। ৫ জানুয়ারিতে যারা সহিংসতা দেখে ভয় পেয়েছিলো তাদের ভয় থাকবে না।

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, উপ-নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছে।

গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ মুঠোফোনে বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গোটা উপজেলায় ১৯ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে এবং তা নিয়ে ভোটাররা কি ভাবছেন সে বিষয়ে উপজেলার ৮টি ইউনিয়নে পথসভা করা হয়েছে।

জানতে চাইলে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী বলেন, গত ১৫ মার্চ সিইসি গাইবান্ধায় এসে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থীর সঙ্গে বৈঠক করেছেন। আমরা সবাই সুষ্ঠু নির্বাচন চেয়েছি। তিনি বলেন, ভোটাররা বেশি উপস্থিত হলে লাঙ্গলও বেশি ভোটে জয়ী হবে।

একই আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ। তিনি বলেন, আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। নৌকার জয় হবে।

গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটন দুবৃর্ত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শুন্য হয়। বুধবার (২২ মার্চ) নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৪২৬ জন। এর মধ্যে নারী এক লাখ ৭০ হাজার ৮৪১ এবং পুরুষ এক লাখ ৬২ হাজার ৫৮৫ জন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!