• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধার এসপিকে ফের হাজিরের নির্দেশ


আদালত প্রতিবেদক জানুয়ারি ৪, ২০১৭, ০২:০৫ পিএম
গাইবান্ধার এসপিকে ফের হাজিরের নির্দেশ

‘বাঙালি’ শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিতে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি)মো. আশরাফুল ইসলামকে ৮ জানুয়ারি ফের হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বুধবার (৪ জানুয়ারি) বেঞ্চ এই আদেশ দেন।

গত ২ জানুয়ারি হাইকোর্টের তলবে হাজির হয়েছিলেন গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলাম।

কিন্তু ওই দিন বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে ছুটি ঘোষণা করায় হাইকোর্ট বসেনি। আজ  আবার আদালত ৮ জানুয়ারি তাকে হাজিরের নির্দেশ দেন।

গত ১২ ডিসেম্বর ‘বাঙালি’ শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহারে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আবদুস সামাদকে ক্ষমা করে একই শব্দ প্রয়োগের ব্যাখ্যা দিতে গাইবান্ধার এসপিকে তলব করেন হাইকোর্ট।

গত ৬ ডিসেম্বর ‘বাঙালি’ শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিতে গাইবান্ধার ডিসিকে তলব করেন হাইকোর্ট। তাকে সশরীরে হাজির হয়ে ওই শব্দ প্রয়োগের ব্যাখ্যা দিতে বলা হয়। সাঁওতালদের নিয়ে জারি করা রুলের শুনানিকালে এই আদেশ দেন। প্রতিবেদনে ডিসি ও এসপি বলেন, ‘সাঁওতাল ও কিছু বাঙালি দুষ্কৃতকারী চিনিকলে হামলার ঘটনা ঘটিয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!