• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুর তিনদিনের জেলা তাবলিগের ইজতেমা শুরু


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০১৬, ০৪:০৯ পিএম
গাজীপুর তিনদিনের জেলা তাবলিগের ইজতেমা শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে শুক্রবার থেকে জেলা তাবলিগের তিনদিনের ইজতেমা শুরু হয়েছে। বিশ্ব ইজতেমাকে প্রতিবছর দুই পর্বে জেলাভিত্তিক বিভক্ত করায় এবার গাজীপুর জেলার তাবলিগের মুসল্লিরা এবারের বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারেননি। তাই আলাদাভাবে শুধু গাজীপুর জেলার মুসল্লিরা এই ইজতেমায় অংশ নিচ্ছেন।

শুক্রবার ভোরে ফজরের নামাজের পর শুরু হয় আমবয়ান। গাজীপুর ছাড়াও বেশ কিছু দেশের বিদেশি মেহমান এ ইজতেমায় অংশ নিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় পর্যায়ের তাবলিগের মুরব্বিরা এই ইজতেমায় বয়ান করবেন।

ইজতেমায় আসা মুসল্লিদের সুন্নতি কায়দায় জীবনযাপনের পাশাপাশি তালিম, তাসকিলে নামাজ আদায়সহ ইমান ও আমলের শিক্ষা গ্রহণ করার উপায়গুলো ইজতেমায় বয়ান করা হয়।

আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিনদিনের গাজীপুর জেলার এই ইজতেমা।

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ১৬ জেলা এবং দ্বিতীয় পর্বে ১৬ জেলার তাবলিগের মুসল্লিরা অংশ নেন। বাকি ৩২ জেলার মুসল্লিরা ২০১৭ সালে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমায় দুই পর্বে অংশ নেবেন। এ ছাড়া এই ৩২ জেলার তাবলিগের মুসল্লিরা নিজ নিজ জেলায় আলাদাভাবে ইজতেমায় অংশ নেবেন এ বছরই।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!