• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বস্তি ও ঝুটের গুদামে আগুন


গাজীপুর প্রতিনধি জানুয়ারি ২১, ২০১৭, ০৭:১২ পিএম
গাজীপুরে বস্তি ও ঝুটের গুদামে আগুন

গাজীপুর : টঙ্গীর মিল গেইটের নামাপাড়া এলাকায় ঝুটের গুদাম ও বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস বিভাগ জানায়, দুপুর সোয়া ১২টার দিকে ওই এলাকার একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন পাশের বস্তিঘরে ছড়িয়ে পড়ে।

এতে বস্তিঘর ও ঝুটের গুদামের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে গাজীপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, টঙ্গীর মিল গেইটের নামাবাজার এলাকায় প্রথমে ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে আগুন পাশের কয়েকটি বস্তি ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, জয়দেবপুর, উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে দুইজন আহত হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

এর আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকায় একটি কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!