• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে যৌথ অভিযানে ৭ জঙ্গি নিহত


গাজীপুর ও টাঙ্গাইল প্রতিনিধি অক্টোবর ৮, ২০১৬, ০৫:২২ পিএম
গাজীপুরে যৌথ অভিযানে ৭ জঙ্গি নিহত

গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকার একটি দোতলা বাড়িতে অভিযানে নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশসহ সাত জঙ্গি নিহত হয়েছে। শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শনিবার সকাল ১০টার দিকে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট, সোয়াত ও গাজীপুর জেলা পুলিশ পাতারটেক এলাকার ওসমান আলীর দোতলা বাড়িতে এ অভিযান শুরু করে।

দুপুরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ এই বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান শুরু হয়। এ সময় জঙ্গিরা ওই ভবনের দ্বিতীয় তলা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও এ সময় জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

এর আগে সকালে গাজীপুর ডিবির ইন্সপেক্টর আমির হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তবে সেখান থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের হারিনাল এলাকায় একটি একতলা বাড়িতে অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত এবং একে-২২ রাইফেলসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত


বেলা পৌনে ১১টার দিকে টাঙ্গাইল সদরের পৌর এলাকার কাগমামারার মির্জামাঠের এক বাড়িতে গোপন সংবাদে অভিযান চালায় র‌্যাব।

ওই অভিযানে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই ‘জঙ্গি’ নিহত হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদে সকালে ওই বাড়িতে অভিযান চালানো হয়। জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবের পাল্টা গুলিতে দুই জঙ্গি নিহত হয়।

তিনি জানান, বাড়ির ভেতরে ঢুকতে পারেনি র‌্যাব। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। কয়েকজন আহত হয়েছে। ভেতরে কয়েক ‘জঙ্গি’ অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!