• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, মহাসড়ক অবরোধ


গাজীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২৩, ২০১৮, ০২:৫১ পিএম
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, মহাসড়ক অবরোধ

গাজীপুর : বকেয়া বেতনের দাবিতে রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরীর ডেকেরচালা এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন নিট অ্যান্ড নিটেক্স গার্মেন্টের শ্রমিকরা। এসময় বেশ কয়েকটি গার্মেন্টস কারখানা ভাঙচুর করেন তারা।

মহাসড়ক অবরোধের ফলে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

শ্রমিকরা জানান, গত কোরবানির ঈদের সময় তাদের আগস্ট মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হয়। বাকি অর্ধেক বেতন সেপ্টেম্বরের শুরুতে পরিশোধের কথা থাকলেও এখনও দেয়া হয়নি। মালিক পক্ষ কয়েক দফা তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি।

এছাড়া শনিবার কারখানার পানি খেয়ে ১০-১২ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এসব ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে শনিবার রাতে কারখানা ভাঙচুর ও বিক্ষোভ করে।

এরই জেরে রোববার সকালে কারখানায় এসে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল ১০টার দিকে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ করে তারা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, ওই কারখানায় এক হাজারের বেশি শ্রমিক রয়েছে। তাদের সমর্থনে আশপাশের কারখানার হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে এসেছে। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!