• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরের নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানি পেছাল


আদালত প্রতিবেদক মে ৯, ২০১৮, ১০:৩৫ এএম
গাজীপুরের নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানি পেছাল

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বাতিল চেয়ে দুই মেয়র প্রার্থীর আপিল আবেদনের শুনানি পিছিয়েছে। বৃহস্পতিবার (১০ মে) শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ দিন ঠিক করেন।

ইসির আইনজীবী ওবায়দুর রহমান মোস্তফা আদালতকে বলেন, গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচনে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করবে। আপিল করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজই আপিল করা হবে। তখন আদালত বৃহস্পতিবার শুনানির দিন ঠিক করেন।

রবিবার (৬ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গত সোমবার আবেদন করেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার। আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদন করা হয়।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!