• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুজরাটে রাহুল গান্ধীর গাড়িবহরে হামলা


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৫, ২০১৭, ১০:৪৪ এএম
গুজরাটে রাহুল গান্ধীর গাড়িবহরে হামলা

ঢাকা: ভারতের গুজরাটে গিয়ে হামলার শিকার হয়েছেন দেশটির রাজনৈতিক দল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। রাহুল ক্ষমতাসীন দল বিজেপিকে এ হামলার জন্য দায়ী করেছেন। হামলাকারীরা তার গাড়ি বহর লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ে মারে। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গাড়ি বহরে হামলা হলেও এতে রাহুল গান্ধী অক্ষত আছে। তবে আহত হয়েছেন তার দেহরক্ষী।

এদিকে ঘটনার পর রাহুল গান্ধী এক টুইটার বার্তায় তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘হামলা চালিয়ে আমাদের পিছিয়ে দিতে পারবেন না। আমরা মানুষের জন্য কাজ করে যাবো।’

রাহুল গান্ধী মূলত বন্যাকবলিত এলাকা সফরে গিয়েছিলেন। রাহুলের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, কংগ্রেস নেতা অভিষেক মনু সাংভি। নাম উল্লেখ না করে বিজেপিকে তিনি বলেন, ‘এটা মারাত্মক হামলা। তারা ভেবেছে এভাবে হিংসার সৃষ্টি করে বিরোধীদের মুখ বন্ধ করবে?’

এই হামলায় রাহুলের গাড়ির কাচ সস্পূর্ণ ভেঙে গেছে বলে জানান সাংভি। গাড়ির সামনের আসনে বসে ছিলেন রাহুল। তাকে কালো পতাকা দেখানো হয়। তারপরই হামলা চালানো হয় বলে অভিযোগ।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!