• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুনারত্নেকে ফিরিয়ে মাশরাফির প্রথম উইকেট


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ১, ২০১৭, ০২:০২ পিএম
গুনারত্নেকে ফিরিয়ে মাশরাফির প্রথম উইকেট

ঢাকা: টাইগারদের কপালে চিন্তার ভাজ ফেলে দিচ্ছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস। তবে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দিয়েছেন কার্টার মাস্টার মোস্তাফিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। থিসারা পেরেরা ১০ এবং সেকুগে প্রসন্ন ০ রান নিয়ে অপরাজিত আছেন।

শনিবার (১ এপ্রিল) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে (এসএসসি) তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়িক মাশরাফি বিন মুর্তজা। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার দানুশকা গুনাতিলকা ও উপল থারাঙ্গা। একের পর এক মাশরাফি, মোস্তাফিজদের বল সিমানা ছাড়া করে দ্রুত রান তুলতে থাকেন দুই ওপেনার।

একাদশতম ওভারে এসে গুনাতিলকা-থারাঙ্গার ৭৬ রানের জুটিকে বিচ্ছিন্ন করেন মেহেদী হাসান মিরাজ। তার বলে মাহমুদউল্লাহর তালুবন্দি হয়ে ফেরার আগে ৩৮ বলে তিনটি চার আর এ ছক্কায় ৩৪ রান করেন গুনাথিলকা। অবশ্য মাশরাফির সৌজন্যে একবার জীবন পেয়েছিলেন তিনি। এরপর আরেক ওপেনার ইপল থারাঙ্গাকে বেশি দুর এগুতে দেননি তাসকিন। দলীয় ৮৭ রানে এই ওপেনারকে সরাসরি বোল্ড করেন আগের ম্যাচের এই হ্যাটট্রিকম্যান। লেগ স্টাম্পের ওপর তাসকিনের ফুল লেংথের বলটি খেলতে গিয়ে গতিতেই পরাভূত হন থারাঙ্গা।

দুই ওপেনারের বিদায়ে খানিকটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে দীনেশ চন্দিমাল আর কুশল মেন্ডিস প্রতিরোধ গড়ে লঙ্কান দলের হাল ধরেন। তাদের ৪৯ রানের এই জুটি বিচ্ছিন্ন হয় চন্দিমালের রানআউটে। এরপর দলীয় ১৬১ রানে সিরিবর্ধনেও রানআউট হয়ে সাঝঘরে ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাট করে যাচ্ছিলেন মেন্ডিস। সতর্কতার সাথে খেলে তুলে নেন ক্যারিয়ারের ৯ম ওয়ানডে হাফ সেঞ্চুরি। এরপর আর তাকে বেশি দুর এগুতে দেননি মোস্তাফিজ। তার বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে ৭৬ বলে চারটি চারের মারে ৫৪ রান করেন আগের ম্যাচের এই সেঞ্চুরিয়ান।

দলীয় ২১৬ রানে আসেলা গুনারত্নেকে ফিরিয়ে প্রথম উইকেট পেয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এদিন বাংলাদেশ দল অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে। বাংলাদেশ দলে পরিবর্তন না হলেও শ্রীলঙ্কা একটি পরিবর্তন হয়েছে। নুয়ান প্রদীপের জায়গায় এসেছেন প্রসন্ন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৯০ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যাক্ত হয়েছে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচটি জিতলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে মাশরাফিরা।

এদিকে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আজও কলম্বোতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে এই মুহুর্তে কলম্বোর আকাশে রোদ ঝলমল করছে। মেঘের আনাগোনাও তেমন একটা দেখা যাচ্ছে না।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ,  তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দানুশকা গুনাথিলা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্ধনে, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকেরা, নুয়ান প্রদীপ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!