• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘গুপ্তহত্যায় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতিহিংসামূলক’


নিজস্ব প্রতিবেদক জুন ৯, ২০১৬, ০২:১১ পিএম
‘গুপ্তহত্যায় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতিহিংসামূলক’

সাম্প্রতিক গুপ্তহত্যায় বিএনপি-জামায়াতকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বানোয়াট’ ও রাজনৈতিক ‘প্রতিহিংসামূলক’ বলে মন্তব্য করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তিন দিনের সফর শেষে বুধবার গণভবনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে জঙ্গিরা আরও প্রশ্রয় পাবে।’ এছাড়া রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীনদের ইঙ্গিতেই সাম্প্রতিক এই গুপ্ত হত্যাগুলো চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এসব ঘটনায় দু-একজনকে গ্রেপ্তার করা হলেও কেন তাদেরকে কথিত বন্ধুকযুদ্ধে হত্যা করা হচ্ছে- এমন প্রশ্নও তোলেন বিএনপির মহাসচিব। জঙ্গীবাদ নির্মূলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!