• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুরুকে পেছনে ফেললেন শিষ্য মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক মে ২০, ২০১৭, ০৫:১৬ পিএম
গুরুকে পেছনে ফেললেন শিষ্য মাশরাফি

ঢাকা: অর্ধ যুগ আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ। সর্বকালের অন্যতম সেরা এই পেসারকে নিজের আইডল মনে করেন মাশরাফি বিন মুর্তাজা। ভাগ্যক্রমে সেই কোর্টনি ওয়ালসই এখন ম্যাশের গুরু। শুক্রবার (১৯ মে) ডাবলিনে গুরুকে ছাড়িয়ে গেলেন শিষ্য।

এদিন স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে  ৬.৩ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন নড়াইল এক্সপেস। ফলে ১৭৪ ম্যাচে মাশরাফির উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২২৮টি। এখানেই গুরু ওয়ালসকে পেছনে ফেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

২০০১ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় ক্যারিবীয় কিংবদন্তির উইকেট উইকেট সংখ্যা ছিল ২২৭টি। এ জন্য তাকে খেলতে হয়েছে ২০৫টি ওয়ানডে ম্যাচ। ৫৩টি ম্যাচ কম খেলেই গুরুকে ছাড়িয়ে গেলেন শিষ্য।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক এখন মাশরাফিই। দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৭২ ম্যাচ খেলে ২২২ উইকেট নিয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!