• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড শনাক্ত


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১২, ২০১৬, ০২:৩৩ পিএম
গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড শনাক্ত

রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার দায়িত্বে ছিলেন মারজান নামের এক ব্যক্তি। এ হামলায় হাসনাত করিম, মেজর জিয়া ও তাহমিদের সঙ্গে তিনিও কাজ করেছেন।

শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘গুলশান হামলার ঘটনায় আরো একজনের নাম এসেছে। তিনি ওই হামলার মাস্টারমাইন্ডদের একজন। তার নাম মারজান। তার ছবিও পাওয়া গেছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত।’

মনিরুল ইসলাম বলেন, ‘গুলশান হামলার সময় মারজান কল্যাণপুরের একটি বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকে হামলার ছবি আপলোড, বিভিন্ন জায়গায় তথ্য দেওয়ার কাজ করেছিলেন। তিনি দেশের ভেতরই আছেন। তাকে গ্রেফতারে গোয়েন্দারা কাজ করছে। তার ছবি বিভিন্ন গণমাধ্যমেও দেওয়া হবে।’

অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘তামিম চৌধুরী এবং সৈয়দ জিয়াউল হক দেশের ভেতর আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

তবে সহসাই তামিম ও জিয়াকে গ্রেফতারে করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হাসনাত ও তহমিদের প্রসঙ্গ তুলে মনিরুল ইসলাম বলেন, ‘এ দুজনের রিমান্ড শনিবার শেষ হবে। এরপর প্রয়োজন হলে তদন্ত কর্মকর্তা তাদের আবার রিমান্ডে নেবেন। তারা রিমান্ডে কী তথ্য দিয়েছেন, তা সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!