• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুলশান হামলায় সতর্ক থাকার পরামর্শ মার্কিন দূতাবাসের


নিজস্ব প্রতিবেদক জুলাই ২, ২০১৬, ০১:১৪ এএম
গুলশান হামলায় সতর্ক থাকার পরামর্শ মার্কিন দূতাবাসের

রাজধানীর গুলশানের ৭৯ নম্বর রোডের হোটেলের ভেতর পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

হামলার কিছুক্ষণ পর দেওয়া এক টুইট বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘ঢাকার গুলশান ২-এ গুলি এবং জিম্মি করে রাখার খবর পাওয়া গেছে। সবাই সংবাদ পর্যবেক্ষণে এবং নিরাপদ অবস্থানে থাকুন।’

উল্লেখ্য, শুক্রবার রাতে সোয়া নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন জন আহত হয়েছেন। হামলাকারীদের উদ্দেশ্য এখনো জানাতে পারেনি পুলিশ।

ঘটনাস্থলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘প্রতিটি জীবনই মূল্যবান। আমরা শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করতে চাই।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!