• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গুলশানে জঙ্গি হামলায় রিগ্যান ৬ দিনের রিমান্ডে


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০১৬, ০৮:১৪ পিএম
গুলশানে জঙ্গি হামলায় রিগ্যান ৬ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় আটক জঙ্গি রাকিবুল ইসলাম রিগ্যানকে ছয়দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির জঙ্গি রিগ্যানকে হাজির করে গুলশানের মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিন রিমান্ডের আবেদন করলে আদালত রিগ্যানের ৬দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ জুলাই ভোরে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর রোডের ‘জাহাজ বিল্ডিংয়ে’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন স্টর্ম-২৬-এ আহত অবস্থায় আটক হয় জঙ্গি রিগ্যান। এ ছাড়া অভিযানে সন্দেহভাজন নয়জন জঙ্গি নিহত হয়।

কল্যাণপুরের এ জঙ্গিদের সঙ্গে গুলশান হামলার সম্পৃক্ততা পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে তাকে এ মামলায় গ্রেপতার দেখানো হয়।

এজাহারে জানা যায়, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী ও রেস্তোরাঁর এক কর্মী।

এ নিয়ে হামলার পর ২৮ জন নিহত হয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপাত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।

এ ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ নয়জন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বিভিন্ন সময়ে প্রত্যক্ষদর্শী হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!