• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলশানে দগ্ধ আরো একজন মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০১৬, ১২:১৪ পিএম
গুলশানে দগ্ধ আরো একজন মারা গেছেন

রাজধানীর গুলশানের একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে শরিফা পারভীন আক্তার (৩৬) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর আজ বেদনা আকতার (২২) নামে আরো একজন মারা গেছেন। তার শরীর পুড়েছিল ৯৫ শতাংশ।

বুধবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানিয়েছিলেন সেই দুজনই মারা গেলেন।

উল্লেখ্য, গত সোমবার সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বরে (রোড-৭৩) একটি ১৩ তলাবিশিষ্ট ডুপ্লেক্স ভবনের তৃতীয় তলার রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন পারভীন আক্তার (৩৬), বেদনা বেগম (২২) ও শরিফা (১৬)।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যেরা ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর অবস্থায় দগ্ধদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।

সায়েম সিটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এমডি শাখাওয়াত হোসেনের ওই বাড়িতে সব মিলে সাত গৃহকর্মী কাজ করতেন। এদের মধ্যে চারজন শেফের কাজ করতেন। তিনজন করতেন ধোয়ামোছার কাজ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!