• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে ধর্ষণ, মেম্বারের ছেলের বিরুদ্ধে মামলা


ঠাকুরগাঁও প্রতিনিধি জুলাই ৫, ২০১৭, ০৫:৩৩ পিএম
গৃহবধূকে ধর্ষণ, মেম্বারের ছেলের বিরুদ্ধে মামলা

ফাইল ফটো

ঠাঁকুরগাঁও: গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ইউপি সদস্যের ছেলে ছাড়া অপর একজনকে আসামি করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগ এনে মামলাটি করেন নির্যাতিতা গৃহবধূ।

অভিযুক্তরা হলো- সদর উপজেলার আকচা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল কাদেরের ছেলে মো. সালেনূর (২৫) ও বৈকণ্ঠপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে জহুরুল হক।

মামলার বিবরণে জানা যায়, গত ১ জুলাই (শনিবার) ওই গৃহবধূর স্বামী বাড়ির পাশে একটি বিয়ে বাড়িতে যান। সেই সুযোগে সালেনূর ও জহুরুল ওই গৃহবধূর ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যায়। পরে গৃহবধূ ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

বাদীর আইনজীবী জাকিয়া সুলতানা মিঠু জানান, নির্যাতিতা গৃহবধূ আদালতে মামলা করলে বিচারক অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তবে মূল অভিযুক্ত সালেনূরের বাবা ইউপি সদস্য আব্দুল কাদের এই মামলাকে হয়রানিমূলক বলে দাবি করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!