• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘গৃহহীন সাঁওতালদের বাড়ি দেবে সরকার’


সচিবালয় প্রতিবেদক নভেম্বর ১৬, ২০১৬, ০৪:২৩ পিএম
‘গৃহহীন সাঁওতালদের বাড়ি দেবে সরকার’

ঢাকা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যেসব সাঁওতালের নিজস্ব বাড়িঘর নেই, তাদের আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে বাড়ি বানিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শিগগিরই সরকারি উদ্যোগেই গৃহহীন সাঁওতালদের বাড়ি নির্মাণ করে দেয়া হবে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তঃমন্ত্রণালয় ‍বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- কোনো সাঁওতাল হোমলেস (গৃহহীন) থাকবে না। ২-১০টা যাই হোক, প্রয়োজন অনুযায়ী ঘরবাড়ি তৈরি করে দেয়া হবে।

সরকার কোথায় আশ্রয়ন প্রকল্প করবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিভাগই সে ঘোষণা দেবে। কোথায় এসব বাড়িঘর তৈরি করে দেওয়া হবে, তা সংশ্লিষ্ট দপ্তরকে দেয়া নির্দেশে বলা আছে।

গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটে। এতে তিনজন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!