• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গেইলকে অনুসরণ করে নিজেকে সরিয়ে নিলেন লুইস


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৮, ২০১৮, ০২:৩৬ পিএম
গেইলকে অনুসরণ করে নিজেকে সরিয়ে নিলেন লুইস

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে বড় তারকারা কেউ খেলতে চাইছেন না। তাদের নজর বিশ্বজুড়ে ঘরোয়া টি-টোয়েন্টি লিগের দিকে। ভারতে এমনিতে ক্রিস গেইল থাকছেন না ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। তারওপর আবার ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের দল থেকে নিজেকে সরিয়ে নিলেন ওপেনার এভিন লুইসও। যা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে বড় ধাক্কা।

২১ অক্টোবর থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। দুটি সিরিজেই খেলবেন না লুইস। তাঁর পরিবর্ত হিসেবে যথাক্রমে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজে এলেন কিয়েরন পাওয়েল ও নিকোলাস পুরান।

সম্প্রতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দেওয়া সেন্ট্রাল চুক্তিপত্র অস্বীকার করেছিলেন লুইস। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ না থেকে বিশ্বজুড়ে চলতে থাকা টি-টোয়েন্টি লিগে খেলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ভারতে না এসে ক্রিস গেইলের পদাঙ্ক অনুসরণ করেছেন লুইস। গেইল এখন ভারত সফরে না এসে শারজায় আফগানিস্তান প্রিমিয়ার লিগে(এপিএল) খেলছেন। লুইসও ভারতে না আসার সিদ্ধান্ত নিলেন পূর্বসূরির মতো।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন লুইস। তাঁর অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজের কাজে আসত।৩৫ ওয়ানডে ম্যাচে দুটি সেঞ্চুরি আছে লুইসের। ১৭ টি-টোয়েন্টিতেও রয়েছে সমসংখ্যক সেঞ্চুরি। লুইস ছাড়া দুই স্কোয়াডেই হয়েছে আর একটি পরিবর্তন। আলজারি জোসেফ চোটের জন্য নেই। তাঁর বদলে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে এসেছেন পেসার ওবেদ ম্যাকয়।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!