• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গেইলের বিস্ফোরক সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন রংপুর


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৭, ০৯:৫১ পিএম
গেইলের বিস্ফোরক সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন রংপুর

ঢাকা: ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলেই বিস্ফোরক সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের শিরোপা জিতলো মাশরাফির রংপুর রাইডার্স। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো তিস্তাপাড়ের দলটি।

আগে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের সেঞ্চুরি এবং ব্রেন্ডন ম্যাককালামের হাফ সেঞ্চুরিতে মাত্র এক উইকেট হারিয়ে ২০৭ রান করে রংপুর রাইডার্স। জবাবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলতে সক্ষম হয় গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।

এদিন রংপুর রাইডার্সের কাছে যেন আত্মসমর্পণ করলো সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। এভিন লুইস, জো ডেনলি, কাইরন পোলার্ড, শহীদ আফ্রিদি অথবা সুনীল নারাইনরা যেভাবে একে একে উইকেট বিলিয়ে দিলেন তাতে লজ্জায় পড়তে যাচ্ছিল ঢাকা। কিন্তু জহুরুল ইসলাম একা লড়াই চালিয়ে সম্মান রক্ষা করেছেন। তার জহুরুলের ৩৮ বলে ৫০ রানের কল্যাণেই শত রানের কোঠা পার করেছে ঢাকা। তা না হলে আরও বড় ব্যবধানে পরাজয়বরণ করতে হতো গত আসরের চ্যাম্পিয়নদের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস  জিতে মাশরাফি বিন মুর্তাজার রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে সাঝঘরে ফিরেছেন জনসন চার্লস। সাকিব আল হাসানের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান।

আগের ম্যাচে জ্বলে উঠতে না পারা গেইল ফাইনালের মঞ্চে ঠিকই স্বরুপে ফিরেছেন। ৩৩ বলে হাফসেঞ্চুরি আর ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ক্যারিবিয় এই ব্যাটিং দানব। এটি বিপিএলে গেইলের পঞ্চম সেঞ্চুরি। সব মিলিয়ে বিপিএলের ১২তম সেঞ্চুরি এটি আর এবারের আসরের তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৪৬ রানে অপরাজিত থাকেন গেইল।

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা এদিন নিজের আগের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছেন। আজকের ম্যাচের আগ পর্যন্ত যে কোনো টুর্নামেন্টে এক ম্যাচে তার সর্বোচ্চ ছয় ছিল ১৭টি। যেটা তিনি আইপিএলে করেছিলেন। ১৭টি ছয়ের সেই রেকর্ড ভেঙ্গে তিনি এক ইনিংসে ১৮টি ছয় মারেন আজ।

লিগ পর্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে কোয়ালিফাইয়ার খেলার সুযোগ পায় ঢাকা। তাই প্রথম কোয়ালিফাইয়ারে পয়েন্ট টেবিলের শীর্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯৫ রানে হারিয়ে ফাইনালে উঠে ঢাকা। ঢাকার কাছে ম্যাচ হেরে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চলে যায় কুমিল্লা।

আর লিগ পর্বে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থান পেয়ে টুর্নামেন্টের একমাত্র এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিলো খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। ওই ম্যাচে খুলনাকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠে রংপুর। সেখানে কুমিল্লাকে ৩৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রংপুর।

হ্যাটট্রিক শিরোপা জিতে এমনিতেই বিপিএলের ইতিহাসে নাম লিখিয়েছেন মাশরাফি। এবার রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করে ইতিহাস গড়লেন তিনি। মাশরাফি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র বা অদ্বিতীয় ক্রিকেটার, যার নামের পাশে লেখা হলো বিপিএলের প্রথম পাঁচ আসরের চারটির চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসাবে।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি মারুফ, এভিন লুইস, জো ডেনলি, কাইরন পোলার্ড, শহিদ আফ্রিদি, মোসাদ্দেক হোসেন, সুনীল নারাইন, জহিরুল ইসলাম, আবু হায়দার রনি ও খালেদ আহমেদ।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ক্রিস গেইল, জনসন চালর্স, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, মোহাম্মদ মিথুন, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, নাজমুল ইসলাম ও ইসুরা উদানা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!