• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গেজেট প্রকাশে আবারও সময় পেল রাষ্ট্রপক্ষ


আদালত প্রতিবেদক আগস্ট ৬, ২০১৭, ১০:২০ এএম
গেজেট প্রকাশে আবারও সময় পেল রাষ্ট্রপক্ষ

ঢাকা: অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গেজেট আকারে প্রকাশে সরকারকে আবারো দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। রোববার (৬ আগস্ট) সকালে রাস্ট্রপক্ষের এক সময় আবেদনের পেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

এর আগেও বেশ কয়েকবার সময় নিয়েছেন রাষ্ট্রপক্ষ। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেনের মামলায় (বিচার বিভাগ পৃথককরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

আপিল বিভাগের এ নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃঙ্খলা সংক্রান্ত বিধি প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়। যেটি গ্রহণ করেনি আদালত।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!