• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গেজেট প্রকাশে বিলম্ব: রাষ্ট্রপক্ষের প্রতি ক্ষুব্ধ আপিল বিভাগ


আদালত প্রতিবেদক মার্চ ২৮, ২০১৭, ১০:৩৩ এএম
গেজেট প্রকাশে বিলম্ব: রাষ্ট্রপক্ষের প্রতি ক্ষুব্ধ আপিল বিভাগ

ঢাকা: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে বার বার সময় আবেদন করায় ক্ষোভ প্রকাশ করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষ আরো ৪ সপ্তাহের সময় আবেদন করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ ক্ষোভ প্রকাশ করেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে রাষ্ট্রপতির প্রসঙ্গ আনলে প্রধান বিচারপতি বলেন, ‘এটা তো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট না। সংসদীয় ব্যবস্থায় আপনি বার বার কেন রাষ্ট্রপতিকে টেনে আনছেন? আপনারা বিচার বিভাগ নিয়ে এটা কী করছেন?

এরপর আদালত বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আরো এক সপ্তাহ সময় দেন।

গত ১৪ মার্চ বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে আজকের দিন পর্যন্ত সময় দিয়েছিলেন আদালত। এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় সরকার। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর তলবও করেন আপিল বিভাগ।

গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!