• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গেট ভেঙে ভিসিকে অবরুদ্ধ করেছেন ঢাবি শিক্ষার্থীরা


ঢাবি প্রতিনিধি জানুয়ারি ২৩, ২০১৮, ০৪:২৮ পিএম
গেট ভেঙে ভিসিকে অবরুদ্ধ করেছেন ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা: ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন ভবনের প্রধান ফটকের তালা ভেঙে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান বিক্ষোভ করছে।

বিকেল চারটার দিকে সেখানে ছাত্রলীগের কর্মীরা গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি করে। পরে সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন পৌঁছিয়ে শান্ত করার চেষ্টা করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান তার কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।

প্রসঙ্গত, সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলনে বাধা দেয়ায় ছাত্রলীগ কর্মীদের বহিষ্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে এ দাবিতে উপাচার্য অফিস ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা দেখতে পান তারা। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

গত ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামলা চালায়। এ সময় ছাত্রীদের উত্ত্যক্ত করারও অভিযোগ ওঠে। এর প্রতিবাদে গত ১৭ জানুয়ারি ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ওইদিন জড়িতদের বহিষ্কারের দাবি জানিয়ে প্রক্টরকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন তারা।

শিক্ষার্থীদের উপস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের গেট বন্ধ করে দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেদিন কলাপসিপল গেট ভেঙে ফেলেন। ওইদিন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। এরপর ১৮ জানুয়ারি প্রক্টর অজ্ঞাত ৫০ জন ভাঙচুরকারীকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন।

এ সময় আন্দোলনকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যৌন নিপীড়ক ও হামলাকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার করতে হবে, নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে,  সাত কলেজের সমস্যা দ্রুত সমাধান করতে হবে এবং দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ করতে হবে। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!