• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গেম খেললেই মেধাবী হবে আপনার শিশু!


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক সেপ্টেম্বর ১৩, ২০১৬, ০১:২৪ এএম
গেম খেললেই মেধাবী হবে আপনার শিশু!

শিশুর ভিডিও গেম খেলা পছন্দ করেন না অনেক বাবা-মা। কিন্তু প্রতি সপ্তাহে পরিমিত মাত্রায় ভিডিও গেম খেলার মাধ্যমে তাদের জ্ঞান সক্ষমতা বাড়ানো যেতে পারে বলে এমন এক নতুন তথ্য উঠে এসেছে। নতুন এক গবেষণায় এই তথ্য জানা গেছে। স্পেন-এর হসপিটাল ‘দেল মার’-এর ডাক্তার জেসাস পুজল বলেন, ‘ভিডিও গেমিং ভাল বা খারাপ কোনোটাই নয়, তবে এর অতিরিক্ত ব্যবহারের মাত্রা তাকে খারাপ বানাতে পারে।’ পুজল আর তার সহকর্মীরা প্রতি সপ্তাহে ভিডিও গেম খেলার মাত্রা সঙ্গে নির্দিষ্ট জ্ঞান আর ব্যবহারসংক্রান্ত সমস্যার সম্পর্ক নিয়ে গবেষণা চালান।

জার্নাল অ্যানালস অফ নিউরোলজি-তে প্রকাশিত ওই গবেষণায় ৭-১১ বছর বয়সী ২৪৪২ জন শিশু অংশ নেয় বলে জানায় আইএএনএস। এতে জানা যায়, প্রতি সপ্তাহে এক ঘণ্টা গেম খেলার সঙ্গে অন্যদের চেয়ে ভাল দক্ষতা আর স্কুলের ভালো স্কোর পাওয়ার সম্পর্ক পাওয়া যায়। গবেষণায় আরও জানা যায়, গেমের পেছনে কাটানো সময়ের সঙ্গে আচরণগত সমস্যার জোর সম্পর্ক রয়েছে। প্রতি সপ্তাহে নয় ঘণ্টা বা তারও বেশি সময় ধরে ভিডিও গেম খেলা শিশুদের মধ্যে বন্ধুদের সঙ্গে ঝগড়া বা সামাজিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়। পুজল বলেন, ‘অনুশীলনের মাধ্যমে নতুন দক্ষতা নেয়ার উপর ভিত্তি করে শেখার ক্ষেত্রে মস্তিষ্কের উন্নত কাজের সঙ্গে গেমিংয়ে সম্পর্ক রয়েছে।’ সূত্র: কলকাতা

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!