• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গেল বছর আ. লীগের আয় সোয়া ২০ কোটি


বিশেষ প্রতিনিধি আগস্ট ১৪, ২০১৮, ০৭:০৭ পিএম
গেল বছর আ. লীগের আয় সোয়া ২০ কোটি

ঢাকা : নির্বাচন কমিশনে ২০১৭ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে একটি প্রতিনিধি দল, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের কাছে হিসাব জমা দেয়।

আওয়ামী লীগ আয় দেখিয়েছে ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা। আর ব্যয় দেখিয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা।

এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ জানান, আয়ের প্রধান উৎস দলের নতুন ভবন নির্মাণে অনুদান, সদস্যদের বার্ষিক চাঁদা, ব্যাংকের আমানত থেকে লাভসহ মনোনয়ন ফরম বিক্রি।

আর ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে দলের ভবন নির্মাণ, কর্মচারীদের বেতন-বোনাস, আপ্যায়ন, সভা-সেমিনার, ইউটিলিটি বিলসহ অন্যান্য খরচ।

ইসির তথ্য অনুযায়ী, ২০১৬ সালের তুলনায় আওয়ামী লীগের আয় ও ব্যয় বেড়েছে প্রায় ৫ গুণ। ২০১৬ সালের আওয়ামী লীগের আয় হয়েছিল ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা এবং ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!