• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গো-মাংস খাওয়ার অধিকার সবার আছে


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৬, ২০১৭, ০২:২১ পিএম
গো-মাংস খাওয়ার অধিকার সবার আছে

ঢাকা: সম্প্রতি নাগপুরে গো-মাংস বহনের অভিযোগে এক সংখ্যালঘু ব্যক্তিকে মারধরের ঘটনার নিন্দা জানিয়েছেন ভারতের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আটাওয়ালে।

শুক্রবার (১৪ জুলাই) মুম্বাইয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন- ‘প্রত্যেকেরই গো-মাংস খাওয়ার অধিকার আছে। ছাগলের মাংসের দাম কিছুটা ব্যয়সাপেক্ষ হওয়ায় মানুষ গো-মাংস খায়। আমি নাগপুরের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি’। এসময় দেশের তথাকথিত গো-রক্ষকদের বিরুদ্ধেও কঠোর শাস্তির দাবি করেছেন তিনি।

রামদাস আটাওয়ালে বলেন, গো-রক্ষার নামে ‘নরভক্ষক’ (মানুষখেকো) হওয়াটা মোটেই ঠিক নয়।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘গো-রক্ষকদের আইন হাতে তুলে নেয়া উচিত নয়। এ ধরনের সহিংসতার ঘটনায় গো-রক্ষকদের কড়া শাস্তি হওয়া উচিত।’
গো-মাংস ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রতিককালে ভারতে একের পর এক সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। কখনো কখনো মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গো-রক্ষকদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

গো-মাংস বহনের অভিযোগে গত বুধবারই মহারাষ্ট্রের নাগপুরে সালেম ইসমাইল শাহ (৩৬) নামে বিজেপির এক নেতাকে মারধর করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!