• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোঁফ থাকলে চুমু খাওয়া বেআইনি!


লাইফস্টাইল ডেস্ক জুলাই ৩০, ২০১৬, ০৬:১৯ পিএম
গোঁফ থাকলে চুমু খাওয়া বেআইনি!

চুমু খাওয়া বেআইনি? এর জন্য আপনার জেল-জরিমানা হতে পারে! ভাবছেন, ভারতে এমন আইন আবার কবে চালু হল! ইদানীংকালে তো সিনেমার বাইরেও খোলামেলা আলিঙ্গন বা চুম্বনের ক্ষেত্রে অনেকটাই সাহসী হয়েছে এই দেশ। অতীতেও এ দেশে চুম্বনে কোনো রকম আইনি বাধা-নিষেধ ছিল না। যা ছিল তাহলো, সামাজিক সঙ্কোচ।

এবার শুনলে হয়তো আরও অবাক হবেন, ভারতে নয়, চুমু খাওয়া বেআইনি খোদ মার্কিন মুলুকে! হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদায় রয়েছে এই অদ্ভুত আইন। এই আইনে বলা রয়েছে, ‘আপনার যদি গোঁফ থাকে, তাহলে আপনি চুমু খেতে পারবেন না।’ অর্থাৎ, চুমু আপনি খেতেই পারেন, কিন্তু গোঁফ রাখা চলবে না কিছুতেই। ভাগ্যিস নাগার্জুন, অনিল কাপুররা নেভাদায় থাকেন না! সূত্র: আনন্দবাজার

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!