• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
এলাকাবাসীর ক্ষোভ

গোপনে স্কুল ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ


নাটোর সংবাদদাতা জুন ৬, ২০১৭, ০২:০২ পিএম
গোপনে স্কুল ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ

নাটোর: সিংড়ায় গোপনে সারদানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি করার অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা কমিটিতে নতুন কাউকে দায়িত্ব দেয়া এবং পুর্বের সভাপতির অনিয়মের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

অভিযোগে জানা যায়, সম্প্রতি সারদানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়। গত ১৮ ই এপ্রিল ১১ সদস্য নতুন কমিটি গঠন করা হয়।  পূর্বের সভাপতি গোলাম বিগত ৭ বছর থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে স্কুলের বিভিন্ন অনিয়ম দুর্নীতি করেন। তাকে পুনরায় সভাপতি করা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ রয়েছে।

স্থানীয়রা জানান, সভাপতি হিসেবে দায়িত্বকালে সে স্কুলের বিভিন্ন সম্পদ বিক্রয় করেছেন। সেসবের কোন হিসাব নাই। স্কুলের ইট,বালু খোয়া ও তিনি বিক্রয় করে অর্থ আত্মসাৎ করেন।

কমিটি গঠনের সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক তুহিন বলেন,  এটা গ্রামবাসীর বিষয়, আমি বলতে পারবোনা। চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বলেন, দীর্ঘদিন থেকে একজন থাকার পর তাকে আবার সভাপতি করায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে স্কুলের সভাপতি গোলাম কে বারবার ফোন দিলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!